Tuesday, July 27, 2021

Top 10 Fashion Trends in 2021

  Top 10 Fashion Trends in 2021





While it’s been a quiet year for the fashion world, this season has unveiled seriously bold and stylish designs. Large and in-charge blazers, bold blue bags, and sleek face masks dominated Fashion Weeks over the last few weeks. This year, some of the most influential decades have played a huge role in this season’s looks. We’re loving every single one of them, and you can see why. From Paris to Milan, find serious style inspiration with the top fashion trends spotted at SS21 Fashion Weeks.

Create a long line silhouette and play with shapes with an 80s-inspired oversized boyfriend blazer. With the help of shoulder pads, this outerwear cinches in your waist and elongates your legs. Rock this look with a pair of straight-leg trousers or leather shorts for an ultra-modern style – colors that suit this trend are powder blue, charcoal, and neutrals. You can easily dress this up or down for an effortlessly chic aesthetic.

When it comes to protecting yourself, you may as well do it beautifully. These sleek black face masks match almost any outfit you wear, and they offer great coverage for your nose and mouth. Opt for a silky fabric for easier breathing or choose something with embellishments if you’re feeling fancy. 

The beauty behind this face-covering is the limitless styling opportunities that come along with it. Wear anything from a red trench coat to a color-blocking suit and look exceptionally stylish. From an accordion-style to a traditional shape, there are so many choices that will keep you and others safe.

You could be forgiven for thinking that the spring/summer 2021 collections – and the subsequent raft of spring/summer 2021 trends – were something of a damp squib. Certainly, thanks to the ongoing pandemic, it was a season like no other. 

Of the four fashion capitals, New York and London opted for predominantly digital showcases, with the odd designer hosting Covid-secure presentations for small numbers of press and buyers; while Milan and Paris held scaled-back showings with strict social distancing measures in place from some of its biggest brands. 

Others still opted to try something different. “Different” manifested variously as: showing off-schedule, showing via film and in virtual reality, or sending a replacement for a catwalk experience out to press and buyers in a box. All enjoyed varying degrees of success. 

s for the biggest spring/summer 2021 trends? The new working-from-home routine certainly had an effect on what designers turned out. How else to explain the mood for bralettes and midriff flossing? (Beware: both trends require either a fairly militant home workout regime, and/or buoyant levels of self-confidence.) 

Away from the underwear-as-outerwear impulse came comfort: wide-leg trousers made for bold strides; floaty, sheer maxi dresses promised easy glamour; and ladylike ensembles pimped with a touch of sportswear felt suitably modern (think prim pleated skirts with hoodies, as seen at Prada, tea dresses with cagoules, as seen at Celine, and pencil skirts with bomber jackets, as seen at Max Mara.

If you are one of millions seeking a guaranteed mood-booster? There will always be sequins – and designers were determined to outfit locked down customers in looks that will make a living room disco feel lively. Yes, you’re over video conferencing and voice notes. You want to go outside in those frivolous woven Bottega Veneta dresses, swinging those delectable chain-strung micro pouches from the Chanel catwalk and trotting down the street in those fabulous Miu Miu beaded mules.

 The time will come when you can wear a dramatic gown with cape-detailing and not feel like an extra in a Zoom-based, am-dram production. But for now, there are jolly stripes, clever cut-outs and sexy corseting to keep you amused. Time to play dress up with the spring/summer 2021 fashion trends. You’ve got the time.   


view more at www.jobeduresult.com

Sunday, July 25, 2021

২৮১ পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি

  ২৮১  পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি

কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্প্রতি রাজস্ব খাতে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কয়েকটি পদে মোট ২৮১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৫ জুলাই থেকে। আবেদন করা যাবে ৩১ জুলাই  পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০১
উচ্চমান সহকারী-১০
ইউডিএ কাম ডাটা প্রসেসর-০১
হিসাবরক্ষক-০৭
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-০৩
লাইব্রেরিয়ান-০৮
ড্রাইভার-১০

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩৫
এলডিএ কাম ডাটা প্রসেসর-০৫
হিসাব সহকারী-২২
ক্যাশিয়ার-০২
সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার-০৬
সহকারী লাইব্রেরিয়ান-০২
ল্যাবরেটরি সরকারি-৯৮
ল্যাব সহকারী-২১
এলডিএ কাম ক্যাশিয়ার-০৩
এলডিএ কাম টাইপিস্ট-০২
ল্যাব সহকারী-১০

ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর-০১
ক্যাশ সরকার-০৯
ইলেকট্রিশিয়ান-০১
অফিস সহায়ক-০৬
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ১-৬-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।


আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dter.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র ৩১-৭-২০২১ তারিখে পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহীরা।

প্রার্থীর বয়স ১-৬-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

জীবন বীমায় চাকরি

 জীবন বীমায়  চাকরি



 


জীবন বীমা করপোরেশন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীদের ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

১. পদের নাম: জুনিয়র অফিসার

পদসংখ্যা: ৮।
চাকরির গ্রেড: ১০।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি, অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য গণ্য হবে।


২. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ২।
চাকরির গ্রেড: ১৩।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে।


৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৪৫।

চাকরির গ্রেড: ১৬।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে।

৪. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৫।
চাকরির গ্রেড: ২০।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।


আবেদনের বয়স

২০২১ সালের ১ আগস্ট প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।


আবেদন ফি

আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ নম্বর পদের জন্য ৫৬০ টাকা, ২ ও ৩ নম্বর পদের জন্য ৩৪০ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ২৩০ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।



Source- Prothomalo
www.jobeduresult.com



Saturday, July 24, 2021

ডাক অধিদপ্তরে চাকুরী

 



ডাক অধিদপ্তর, ঢাকা, পোস্টাল প্রিন্টিং প্রেস, টংগী, গাজীপুর ও আন্তর্জাতিক ডাক হিসাবরক্ষণ অফিস, ঢাকা এর আওতাধীন শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ ৩০ টি পদে মোট ২৬৯ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

পদের নাম: জুনিয়র একাউন্টেন্ট
পদ সংখ্যা: ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: ইন্সপেক্টর অব (পোস্ট অফিসেস/রেলওয়ে মেইল সার্ভিস/পিএলআই/আরএমএস)
পদ সংখ্যা: ৯১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: স্ট্রীপার কাম রিটাচার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি।

পদের নাম: সহকারী (ডাক অধিদপ্তর)
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। অধিদপ্তরে

পদের নাম: উপজেলা পোস্টমাষ্টার 
পদ সংখ্যা: ৯৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: মনোটাইপ কীবোর্ড অপারেটর
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য অনুষদের যে কোন বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: মেশিনম্যান (অফসেট প্রিন্টিং/লেটার প্রিন্টিং)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

পদের নাম: একাউন্টস এ্যসিসটেন্ট
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

পদের নাম: ড্রাফটসম্যান
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ড্রাফটসম্যানশীপ সার্টিফিকেটধারী।

পদের নাম: ড্রাইভার (ভারি)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: ড্রাইভার (হালকা)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

পদের নাম: মেশিনিস্ট
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

পদের নাম: পোস্টাল অপারেটর
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

পদের নাম: গ্রেনিং মেশিনম্যান
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: সহকারী মেশিনম্যান
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: বাইন্ডার হেলপার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: ইনকম্যান
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: প্যাকার
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: পোর্টার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্ম (সুইপার)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী (ক্লিনার)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।

আবেদন শুরুর সময়: ১৩ জুলাই ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১১ আগষ্ট ২০২১ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dgbpo.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Original Circular

      


বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল, খুলনার অধীনস্থ বিভিন্ন অফিসের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ ১০ টি পদে মোট ৪৫ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

পদের নাম: মেইল গার্ড
পদ সংখ্যা: ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৯,০০০ – ২১,৮০০ টাকা।

পদের নাম: ওয়ারম্যান
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,৫০০ – ২০,৫৭০ টাকা।

পদের নাম: আর্মড গার্ড
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,৫০০ – ২০,৫৭০ টাকা।

পদের নাম: প্যাকার
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,৫০০ – ২০,৫৭০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: এ্যাটেনডেন্ট
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: রানার
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: গার্ডেনার (মালী)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

আবেদন শুরুর সময়: ২০ জুন ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২১ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://pmgsck.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Original Circular



for more detail Please visit
www.jobeduresult.com




Friday, July 23, 2021

প্রায় ১ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হলেন

    প্রায় ১ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হলেন 




প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। স্কুলের ৭৩২ জন ও কলেজের ২৬৩ জনসহ মোট ৯৯৫ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। শনিবার (১৭ জুলাই) শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির ভার্চুয়াল সভায় এসব তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মো: গোলাম ফারুক।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা  জানান, স্কুলের ৭৩২ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩৯ জন, চট্টগ্রাম অঞ্চলের ১০৭ জন, কুমিল্লা অঞ্চলের ৬২ জন, ঢাকা অঞ্চলের ১০১ জন, খুলনা অঞ্চলের ১০৩ জন, ময়মনসিংহ অঞ্চলের ১২০ জন, রাজশাহী অঞ্চলের ১৫৬ জন, রংপুর অঞ্চলের ২৫ জন এবং সিলেট অঞ্চলের ১৮ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। 

অপরদিকে কলেজের ২৬৩ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১৮ জন, কুমিল্লার ৯ জন, ঢাকার ৩৩ জন, খুলনার ৪১ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩০ জন, রাজশাহীর ৪৫ জন, রংপুরের ৬৩ জন এবং সিলেট অঞ্চলের ১৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। 

গত কয়েকমাসে বিধান মতো নিয়োগ পেয়ে এসব শিক্ষক কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। 


শিক্ষা মন্ত্রণালয় খোলা রাখার নির্দেশ

  শিক্ষা মন্ত্রণালয় খোলা রাখার নির্দেশ





আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধ চলাকালে ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রশাসনিক জরুরি প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কয়েকটি শাখা খোলা রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করে। 

অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক জরুরি প্রয়োজনে সীমিত আকারে অফিস খোলা রাখা প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট সংক্রান্ত কাজসহ অন্যান্য জরুরি কাজ সম্পাদনের জন্য সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৭ তলা ও ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্নিষ্ট কক্ষ সীমিত আকারে খোলা রাখা প্রয়োজন।

এই পরিস্থিতিতে ২৫ জুলাই থেকে ৫ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্নিষ্ট কক্ষ খোলা রাখা, সংশ্নিষ্ট ব্যক্তিদের সচিবালয়ে প্রবেশের অনুমতি প্রদানসহ বিদ্যুৎ, পানি সরবরাহ ও লিফট চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা জারি করা হয়।

রাবির ভর্তি পরীক্ষা স্থগিত

    রাবির ভর্তি পরীক্ষা স্থগিত



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে পূর্বঘোষিত ১৬, ১৭ ও ১৮ আগস্টের ভর্তি পরীক্ষার তারিখ স্থগিত করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার বৃদ্ধির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণিতে পূর্বঘোষিত ১৬, ১৭ ও ১৮ আগস্ট, ২০২১ তারিখের ভর্তি পরীক্ষার তারিখ স্থগিত করা হলো। পরবর্তীতে ভর্তি পরীক্ষার তারিখ জানানো হবে, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ru.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জানা গেছে, ২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবার ১৪, ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে সেটি পিছিয়ে  ১৬, ১৭ ও ১৮ আগস্ট নির্ধারণ করা হয়। এদিকে, করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় দ্বিতীয়বারের মতো এই ভর্তি পরীক্ষাও নিতে পারছেনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এবার বহুনির্বাচনি পদ্ধতিতে হওয়া ভর্তি পরীক্ষায় প্রশ্ন সংখ্যা হবে ৮০টি। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ করে মোট ১০০ নম্বর নির্ধারিত হবে। যেখানে প্রতি ৫টি ভুল উত্তরের জন্য কাটা যাবে ১ নম্বর। তাছাড়া ভর্তি পরীক্ষায় থাকছে না কোন জিপিএ নম্বর।